পটিয়া বন্ধুসভার সাংগঠনিক বৈঠক ও পাঠচক্র

পটিয়া বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

ফাল্গুনের শেষ বিকেল, স্নিগ্ধ বাতাসে ভাসছে বসন্তের শেষ স্পর্শ। সবুজ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়ানো চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁওয়ের দিঘির পাড়, পাশেই এক নান্দনিক বাড়ি—যেখানে ১৩ মার্চ মিলিত হন পটিয়া বন্ধুসভার বন্ধুরা। অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক, পাঠচক্র ও ঘরোয়া ইফতার।

আলোচনার সূচনা হয় বিশিষ্ট লেখক বাদল সৈয়দের ছোটগল্প সংকলন ‘অলৌকিক আঙুল’ নিয়ে এক প্রাণবন্ত পাঠচক্রের মাধ্যমে। সভাপতি ফারুক আহমেদের সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক সুফি রেজা ও সহসাংগঠনিক সম্পাদক মোকাররম রিজুয়ান বইটি নিয়ে আলোচনা করেন। গল্পের মায়াজালে তাঁরা তুলে ধরেন সাহিত্যিক সৌন্দর্য ও অনুপ্রেরণার বার্তা।

পাঠচক্র শেষে সহমর্মিতার ঈদ কর্মসূচি ও ইফতার নিয়ে পরিকল্পনা ও আলোচনা করা হয়। সার্বিক দিকনির্দেশনা দেন প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, উপদেষ্টা নিউটন দে ও প্রান্ত বড়ুয়া। তাঁরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং কার্যকর পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইরিন সুলতানা, সহসাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, অর্থসম্পাদক সাইদ হোসেন, ম্যাগাজিন সম্পাদক তানাস চৌধুরী, কার্যকরী সদস্য সৈয়দ আহনাফসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা