খুলনা বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে খুলনা বন্ধুসভা। ২৫ জুলাই প্রথম ধাপে গল্লামারী মোহাম্মদ নগর রেলস্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রেললাইনের দুই পাশে বকুল ও হরীতকীগাছের চারা রোপণ করেন বন্ধুরা। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চারা বিতরণ করা হয়।
সভাপতি কাজী মাসুদুল আলম বলেন, বন্ধুরা দারুণ একটি জায়গা পছন্দ করেছেন গাছ লাগানোর জন্য। জলবায়ুসংক্রান্ত যেসব সমস্যা আছে, তার মধ্যে খুলনা অঞ্চলও রয়েছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য গাছ লাগানোর বিকল্প নেই।
বন্ধু শ্রাবন্তী কুন্ডু বলেন, বৃষ্টির দিনে বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন। এখানে গাছপালা নেই–ই বলা চলে, বিল এলাকা বলে। গাছগুলো বড় হয়ে ছায়া দেবে, প্রশান্তি দেবে মনে।
সহসভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, ‘আজকের শিশু যেমন আগামী দিনের ভবিষ্যৎ, এসব চারা গাছও আগামী দিনে সতেজ নিশ্বাসের আশীর্বাদ। আমরা পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও বৃক্ষ রোপণ করব।
সাধারণ সম্পাদক আসফিফ আহমাদ সিদ্দিকী পরিবেশদূষণ প্রতিরোধে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও সচেতনতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বনানী আফরোজা এবং অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা