প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে রঙিন জামা বিতরণ করেছে লক্ষ্মীপুর বন্ধুসভা। ১ এপ্রিল জেলার চর রমণী মোহন, মজুচৌধুরীরহাট–সংলগ্ন বুড়িরঘাট মেঘনা নদীর পাড়ে অর্ধশত শিশুর হাতে এগুলো তুলে দেন উপদেষ্টা ও বন্ধুরা।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বন্ধুসভার উপদেষ্টা ও রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন, আইনজীবী রাসেল মাহমুদ মান্না, খোদেজা খাতুন, আইনজীবী ফখরুল ইসলাম জুয়েল। বন্ধুদের মধ্যে ছিলেন সভাপতি শাহজাহান কামাল, সহসভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক শংকর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, সহসাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ফাহাদ, প্রচার সম্পাদক নিরব মাহমুদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তারেক আজিজসহ অন্যরা।
সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর বন্ধুসভা