তৎকালীন সমাজব্যবস্থার বৈষম্য তুলে ধরেছে ছোটগল্প ‘মহেশ’

ঝিনাইদহ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোটগল্প ‘মহেশ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ১৭ আগস্ট বিকেলে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। এরপর প্রেক্ষাপট বর্ণনায় ‘মহেশ’ গল্পটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

বন্ধু সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, ‘“মহেশ” গল্পটি যেমন এক হতদরিদ্র কৃষকের ব্যথাতুর জীবনের কাহিনি, তেমনই তৎকালীন সমাজ বাস্তবতার এক প্রগাড় প্রতিচ্ছবি।’

ঝিনাইদহ বন্ধুসভার পাঠচক্রের আসর

বন্ধু সাখাওয়াত হোসেন বলেন, ‘“মহেশ” গল্পের মর্মার্থ অনুধাবন করতে পারলে এই হৃদয়বিদারক গল্পটি যেকোনো মানুষের মনে প্রবলভাবে দাগ কাটবে।’

বন্ধু হাবিবুল্লাহ বলেন, ‘আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলতে পারি, তৎকালীন সমাজব্যবস্থায় বৈষম্যকে যথাযথভাবে তুলে ধরতে “মহেশ” গল্পটির জুড়ি নেই।’

পাঠচক্রের প্রাণবন্ততার চিত্র বন্ধুদের পাঠ অনুভূতি প্রকাশের মাধ্যমে চমৎকারভাবে ফুটে ওঠে। শরতের বিকেলে পাঠচক্রের আসর যেন কাশফুলের শুভ্রতার মতো চমকপ্রদ আবহের সৃষ্টি করে।

বন্ধু, ঝিনাইদহ বন্ধুসভা