এমসি কলেজ বন্ধুসভার পাঠের আসরে ‘আট কুঠুরি নয় দরজা’

সবুজ ঘাসে বসে বন্ধুদের পাঠের আসর
ছবি: বন্ধুসভা

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার স্মরণে তাঁর রচিত ‘আট কুঠুরি নয় দরজা’ বইটি নিয়ে পাঠচক্র করেছে এমসি কলেজ বন্ধুসভা। ২৯ মে কলেজ ক্যাম্পাসে বছরের পঞ্চম এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

‘আট কুঠুরি নয় দরজা’ একটি রাজনৈতিক থ্রিলার পাশাপাশি সায়েন্স ফিকশনও রয়েছে। ভারতবর্ষের কাছাকাছি পাহাড়ি এক রাজ্যের একনায়কতন্ত্র স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এক নেতা একটি সংগঠন গড়ে তোলেন। সেই পটভূমিতে রচিত হয়েছে বইটি।

সেরা তিন পাঠক বন্ধুকে বই উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পাঠচক্র শুরু হয়। সঞ্চালনা করেন পাঠচক্র সম্পাদক মাজহারুল ইসলাম। বন্ধুরা বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে সেরা তিন পাঠক বন্ধু নির্বাচন করা হয়। এবারের বিজয়ীরা হলেন লিমা তালুকদার, প্রজ্ঞা চৌধুরী ও উদয় সরকার। তাঁদের উপহার হিসেবে দেওয়া হয় বই।

সভাপতি উত্তম দাস বলেন, ‘জ্ঞান ও মেধা বিকাশে বইয়ের বিকল্প নেই। আমাদের নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা তানভীর মাহফুজ, সাবেক সহসভাপতি বিপ্রজিৎ কর, সহসভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক ফারহানাসহ অন্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা