ফরিদপুর বন্ধুসভার সাংগঠনিক সভা
ফরিদপুর বন্ধুসভার ২০২৫-কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি বিকেলে প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালার ব্যক্তিগত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সভায় আগামী এক বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন বন্ধুরা।
ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা প্রবীর কান্তি বালা বলেন, ফরিদপুর বন্ধুসভাকে অতীতের মতো তাদের সব ভালো ও জনকল্যাণমুখী কাজ চালিয়ে যেতে হবে। পাশাপাশি আরও কীভাবে সমাজের নানানক্ষেত্রে নিজেদের সক্ষমতার মধ্যে অবদান রাখা যায়, সে চেষ্টা চালাতে হবে।
সভাপতি লক্ষ্মণ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা যে দ্বায়িত্ব পেয়েছি, সবাইকে নিয়ে তা নিষ্ঠার সঙ্গে পালন করে যাব।’
সাধারণ সম্পাদক সুব্রত পাল বলেন, ‘আগামী এক বছর আমরা কী কী করব, তা নিয়ে আজ আলোচনা হয়েছে। পাশাপাশি বন্ধু বাড়ানো এবং বন্ধুদের যে যে বিষয়ের দায়িত্বে আছেন, সে সেই ব্যাপারে জবাবদিহিতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’
সভা শেষে প্রত্যেক বন্ধুকে একটি করে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
যুগ্ন সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা