মানুষের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ

নিজ হাতে সাঁকো নির্মাণ করে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

চরের মানুষের নদীময় জীবন। একূল ভেঙে গেলে ওকূল গড়তে হয়। এভাবেই কষ্ট করে চরের মানুষেরা তাদের আবাদি শস্য নিয়ে হাট বাজারে যায়, বাজারসদাই করে। সাম্প্রতিক সময়ে চর রসুলপুর, চরকাপনা, ব্যাপারীরচর, রাউলিয়ারচর থেকে ঘোগাদহ, যাত্রাপুর কিংবা জেলা শহরে আসার পথে সংকোশ নদের একটি শাখা নালা বিপর্যয় করে তুলেছে চরবাসীর জনজীবন।

সাঁকো নির্মাণে বন্ধুরা নিজেরাই অর্থায়ন করেন
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে চরের মানুষের দুর্ভোগ কমাতে ২ নভেম্বর একটি বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছে কুড়িগ্রাম বন্ধুসভা। সব বন্ধুর সহযোগিতায় নিজস্ব অর্থায়নে এই বাঁশের সাঁকো নির্মাণ করেন বন্ধুরা।

সাঁকো নির্মাণের ফলে চারটি চরের হাজারো মানুষের দুর্ভোগ কমেছে
ছবি: বন্ধুসভা

এর ফলে চররসুলপুর, চরকাপনা, ব্যাপারীরচর ও রাউলিয়ারচরের হাজারো মানুষ ও আলোর পাঠশালার অর্ধশতাধিক শিক্ষার্থীর দুর্ভোগ কমে আসে। এখন চরবাসী ও শিক্ষার্থীরা কোনো দুর্ভোগ ছাড়া অনায়াসে যাতায়াত করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা মোখলেছুর রহমান, সহসভাপতি ঊর্মি আক্তার, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ভুবন কুমার, সাংগঠনিক সম্পাদক সাইফুর শাহীন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ফরিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, বইমেলা সম্পাদক সাদিয়া আরফিন, বন্ধু সুমাইয়া, আফ্রিদি আবেদিন, সাদিয়া জান্নাত ও রাজ্য।

সভাপতি, কুড়িগ্রাম বন্ধুসভা