‘প্রথম আলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এমসি কলেজ বন্ধুসভা দীর্ঘদিন ধরেই সমাজকে ভালো ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছে। দৃঢ়ভাবে বিশ্বাস করি, বন্ধুসভার বন্ধুরা আগামীর সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্ধুত্বের আহ্বানে বন্ধুসভার কাজের পরিধি আরও প্রসারিত হোক,’ বলছিলেন এমসি কলেজ বন্ধুসভার উপদেষ্টা অঘ্রাতা সৌরভ।
২১ ডিসেম্বর বেলা ১১টায় সিলেটের এমসি কলেজে বন্ধুসভা কার্যকরী কমিটি ২০২৩-এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া।
আলোচনা পর্বে উপদেষ্টা সাগর বিশ্বাস বলেন, ‘ভালোর সাথে আলোর পথের যাত্রায় এমসি কলেজ বন্ধুসভা এ বছর অনেক অসাধারণ সামাজিক ও মানবিক কাজ করেছে। এগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ফলে এমসি কলেজ বন্ধুসভা দেশসেরা বন্ধুসভা নির্বাচিত হয়েছে। সংগঠনের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
সভাপতি উত্তম দাস বলেন, ‘এ বছর আমাদের দীর্ঘদিনের লালিত দেশসেরা বন্ধুসভা হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এই সফলতা কেবল আমাদের বন্ধুদের সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টার কারণেই সম্ভব হয়েছে। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে অসাধ্য সাধন করা যায়, তা আজ প্রমাণিত।’
অনুষ্ঠানে ২০২৩ সালের কার্যক্রম তুলে ধরেন প্রচার সম্পাদক রুহেল আহমেদ। আয়-ব্যয় বিবরণী উপস্থাপন করেন অর্থ সম্পাদক রুবেল ফারহিন। পাশাপাশি উঠে আসে সব সফলতা ও ব্যর্থতার গল্প। বর্ষসেরা বন্ধুসভার ধারাবাহিকতা রক্ষার্থে সবাই বদ্ধপরিকর।
উপদেষ্টা পরিষদের সবাইকে সম্মাননা প্রদানের পাশাপাশি সারা বছরের কার্যক্রমের ভিত্তিতে সেরা বন্ধু হিসেবে মেহেদী হাসান, উদয় সরকার, প্রজ্ঞা চৌধুরী, মমতা আক্তার ও সানজিদা রশীদ, সেরা সংগঠক হিসেবে রুহেল আহমেদ, সেরা পাঠক হিসেবে লিমা তালুকদার, সেরা ক্রীড়া সম্পাদক হিসেবে শহীদুল ইসলাম ও এমসি কলেজ বন্ধুসভা কর্তৃক পরিচালিত এবিসি স্কুলের সেরা শিক্ষক হিসেবে উত্তম ঘোষকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া এবিসি স্কুলের ৬ জন শিক্ষককে স্কুলের লোগোসংবলিত টি-শার্ট উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সাগর বিশ্বাস, আবদুল বাসিত, অঘ্রাতা সৌরভ, নিকসন দাশ, তানভীর মাহফুজ, সাবেক সহসভাপতি বিপ্রজিত কর, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শামস উদ দোহা, কার্যকরী সদস্য কাজল আরিয়ান, নিশিতা সিনহা, ফাইজা আক্তার, আজহারুল ইসলাম, কাশেম কাঈফ, সৌরভ আহমেদ, আহমেদ হাসান, ফয়েজ আহমেদ, নীল রতন, বর্ষা মল্লিক, মনি দাস, সামিয়া আক্তার, শারমিন লিপি, নাফিসাসহ অন্য বন্ধুরা।
সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা