নবীন বন্ধুদের বরণ করল বশেমুরবিপ্রবি বন্ধুসভা
নবীন বন্ধুদের বরণ করে নিয়েছে বশেমুরবিপ্রবি বন্ধুসভা। ৭ ফেব্রুয়ারি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতেই নবীনদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক সম্পা খানম। তিনি শিক্ষার্থীদের বন্ধুসভায় যুক্ত হওয়ায় স্বাগত জানান এবং সংগঠনের লক্ষ্য, আদর্শ ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এরপরই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এ সময় সবাই পরিচয় দেন এবং বন্ধুসভা নিয়ে তাঁদের প্রত্যাশা ও অনুভূতি ব্যক্ত করেন। নবীন বন্ধুদের বরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ছিল।
সমাপনী বক্তব্য দেন সভাপতি সালমান হোসেন। তিনি নবীনদের বন্ধুসভার মূল্যবোধ অনুসরণ করে একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রচার সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা