‘রাজা যায় রাজা আসে’ কাব্যগ্রন্থ নিয়ে ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্র
বাংলা সাহিত্যের ষাট-সত্তর দশকের খ্যাতিমান কবি আবুল হাসানের কাব্যগ্রন্থ ‘রাজা যায় রাজা আসে’ (১৯৭২) নিয়ে পাঠচক্র করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ১৩ এপ্রিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের সবুজে ঘেরা বনমায়াতে এটি অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক অদ্বিত আল নাফিউর সঞ্চালনায় প্রথমেই কবিপরিচিতি ও ‘পাখি হয়ে যায় প্রাণ’ কবিতাটি পাঠ করেন বন্ধু আশির জামান।
কবিতার ভাবার্থ ব্যাখ্যা করে দপ্তর সম্পাদক পারমিতা নাগ বলেন, ‘কবিতায় কবি লিখেছেন নিজের আদ্যোপান্তকে। তিনি কবিতার মাধ্যমে ফিরে যেতে চেয়েছেন তাঁর পুরোনো শৈশবের সেই বর্নির গ্রামে। বর্নির সেই প্রাণপ্রকৃতিকে তুলে ধরেছেন কবিতার মধ্যে। কবির জীবনের প্রতিটি মুহূর্ত কবিতায় ভরপুর ছিল। যেন হাওয়ায়, ধুলোয়, গাছের পাতায়, পাখির ডানায়, নদীর জলে, দিনের কোলাহলে, রাতের নিস্তব্ধতায় তিনি কবিতা পেয়ে গেছেন অবলীলায়।’
পাঠচক্র শেষে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সালমান ফারসীর পরিচালনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী হয়েছেন বন্ধু রত্ন মাহমুদ, সামিয়া সৈয়দ মেনিলা ও আশির জামান।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাদমান হোসেন, অর্থ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক ভূষণ সাহা, বইমেলা সম্পাদক মানিহা হিমু, কার্যনির্বাহী সদস্য আবিদুর রহমানসহ অন্য বন্ধুরা।
সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা