মিরপুর বন্ধুসভার একটি ভালো কাজ

মিরপুর বন্ধুসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম করেছে ঢাকার মিরপুর বন্ধুসভা।

২৪ অক্টোবর বন্ধুরা মিরপুর ৬, ১০ ও ১১–সহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন। পলিথিন ও প্লাস্টিকের মাধ্যমে পরিবেশের ক্ষতির দিকটি বিবেচনা করে রাস্তাঘাটের ঝোপঝাড়, জমে থাকা পানি, রাস্তায় পড়ে থাকা পলিথিন, প্লাস্টিক ও ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

সাধারণ সম্পাদক, মিরপুর বন্ধুসভা