অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনতে ছাগল ও মুরগি উপহার

একটি অসচ্ছল পরিবারকে ছাগল ও মুরগি উপহার দিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

৬৫ বছর বয়সী মোহাম্মদ আলিম উদ্দিন বছর দশেক আগে পঙ্গুত্ব বরণ করেন। উপার্জনক্ষম একমাত্র সন্তানও না–ফেরার দেশে পাড়ি জমান। এরপরই যেন অন্ধকার নেমে আসে তাঁর পরিবারে। স্ত্রী, তিন নাতি-নাতনি ও পুত্রবধূকে নিয়ে তিন শতক জমির ওপর কোনোরকমে ঘর করে থাকছেন। ‘মানুষ ও মানবিকতার পাশে, বন্ধুসভা সর্বদা এগিয়ে আসে’ স্লোগানে পরিবারটির পাশে দাঁড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ৩ নভেম্বর পরিবারটিকে পালনের জন্য মুরগি, মুরগি থাকার ঘর ও একটি দেশি ছাগল উপহার দিয়েছেন বন্ধুরা। উপহার পেয়ে অশ্রুসিক্ত আলিম উদ্দিন বলেন, ‘আল্লাহ এই অধমের দিকে চোখ মেইল্লা চাইছে। আল্লাহ তোমগর ভালো করুক। আমার কষ্ট কিছুটা হইলেও কমব।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সভাপতি মেহেদী হাসান পল্লব বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সর্বদা ভালো কাজের মাধ্যমে মুখর থাকে। তারই ধারাবাহিকতায় একটি অসচ্ছল পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি, ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারব।’

আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান, অর্থ সম্পাদক সুমন আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক রুমান হুসাইন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাব্বির মিয়া, কার্যনির্বাহী সদস্য তানজিনা ইসলাম, তামান্না ইয়াসমিন, বন্ধু শাকিল, পুষ্পিতা, আফরিন, বিথী, আঁখি, কর্ণজয়, বুবেশ, জান্নাতুল প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা