প্রতিবছরের মতো এ বছরও কেরানীগঞ্জ বন্ধুসভা একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। তবে এ বছরের মাতৃভাষা দিবস পালন করাটা ভিন্ন ও গর্বের। কারণ, যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়, সেটি কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা।
গত বছর প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে একটি করে ভালো কাজের অংশ হিসেবে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকার বন্ধন আদর্শ বিদ্যালয়ে এই শহীদ মিনার নির্মাণ করা হয়। ২১ ফেব্রুয়ারি সেখানেই পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের স্মরণ করেছেন বন্ধুরা।
শুরুতেই ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে কণ্ঠ মেলান বন্ধুসভার বন্ধু এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর একে একে কেরানীগঞ্জ বন্ধুসভাসহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ইকবাল রতন, সাধারণ সম্পাদক তাসনিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাত হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহনাজ শানুসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ বন্ধুসভা