দিল্লিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মিটে ভারত বন্ধুসভা

ভারত বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ভারতের দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে আয়োজিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মিট ২০২৩’। গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই উৎসবে বিশ্বের ৫০টি দেশের অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন।

‘একে অপরের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা–সহনশীলতা প্রকাশ এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ শক্তিশালী করা’ প্রতিপাদ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং ভারত বন্ধুসভার বন্ধু অনন্যা রায়, সুদীপ্তি কণিকা পাল, সায়ন্তি গোস্বামী ও আজিজুল হাকিম। তাঁরা বাংলা গানের তালে দলীয় নৃত্য পরিবেশন করেন।

ভারত বন্ধুসভার বন্ধুদের নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

এমন একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এবং দেশের সংস্কৃতিকে তুলে ধরতে পেরে বেশ উচ্ছ্বসিত বন্ধুরা। অনন্যা রায় বলেন, ‘পড়াশোনার গতানুগতিক রুটিনের পাশাপাশি এমন অনুষ্ঠান আমাদের মনকে সজীব করে তোলে। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে দারুণ কিছু সময় কেটেছে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

শিক্ষার্থী, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং বন্ধু, ভারত বন্ধুসভা