শহীদ জোহা দিবসে রাবি বন্ধুসভার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী ড. মোহাম্মদ শামসুজ্জোহার ৫৩তম মৃত্যুবার্ষিকী ও শিক্ষক দিবস উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে এ কর্মসূচি পালন করেন বন্ধুরা।
জোহা চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিটি নীরবতা পালন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হোন সবাই। আলোচনা করেন উপস্থিত বন্ধুরা।
বন্ধুরা বলেন, ‘মূলত ১৯৬৯ সালেই বাংলাদেশ নামে রাষ্ট্র হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। এ সময় গণ–অভ্যুত্থান হয়। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জোহার যে আত্মত্যাগ, তাঁর স্বীকৃতি স্বরূপ আমরা আজকের দিনটিকে জোহা ও শিক্ষক দিবস হিসেবে পালন করি। আর তা শুধু রাবিতেই সীমাবদ্ধ। শিক্ষক-শিক্ষার্থীরা দিনটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘদিন দাবি করে আসছেন। কিন্তু তা হচ্ছে না। যদি ড. জোহা ঢাকা বা রাজধানীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের হতেন, তাহলে প্রেক্ষাপট হয়তো ভিন্ন হতো।’
উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি সবুজ কুমার রায়, সহসাংগঠনিক সম্পাদক বাঁধন রায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. রায়হান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ হোসেনসহ অন্যান্য বন্ধুরা।