‘বই পড়ো, জ্ঞান অর্জন করো’

দিনাজপুর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

উদীয়মান লেখক নাসরিন চৌধুরীর লেখা বই একাকী জীবন নিয়ে পাঠের আসর করে দিনাজপুর বন্ধুসভা। ২ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

বইটি আছে প্রায় ১২ রকমের অভিজ্ঞতার সমন্বয়। সমসাময়িক বিষয় নিয়ে চমৎকার কিছু বার্তা উঠে এসেছে। সেই সঙ্গে প্রতিনিয়ত ঘটে যাওয়া বৈষম্য, সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাসহ ইত্যাদি আমাদের জীবনের পরতে পরতে অনুধাবন করার মতো।

বন্ধুদের উদ্দেশে প্রথম আলো দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু বলেন, ‘বই পড়ো, জ্ঞান অর্জন করো। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। বইয়ের মধ্যেই নিহিত আছে অদম্য শক্তি, যা তোমাদের জীবনচলার পথ সুগম করবে। সত্যকে জানো, ভালোর সঙ্গে থেকো।’

দিনাজপুর বন্ধুসভার সভাপতি শুভ রায় বলেন, ‘আমাদের জীবনপ্রবাহ লক্ষ করলে দেখতে পাই, নানা প্রতিবন্ধকতায় প্রতিনিয়তই বিভিন্নভাবে জীবন অতিবাহিত করতে হয়। জীবনচলার পথের অনুপ্রেরণা ও আত্মার শান্তির জন্য বই পড়ার বিকল্প কিছু হতে পারে না।’

বন্ধু নাজমুল হোসেন বলেন, ‘দীর্ঘ বছর ধরে বন্ধুসভায় পথচলা। দিনাজপুরে এলে প্রিয় এই শান্তির নীড়ে ছুটে আসি। বন্ধুরা আজ যেভাবে পাঠচক্র করেছে, তা সত্যিই প্রশংসনীয়। নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। বন্ধুরা আমাকে মনে রেখেছে এ আমার অনন্য প্রাপ্তি।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু দিয়া বসাক, বিরোশ রায়, জাহিন নেওয়াজ, সুমাইয়া সুমি, মো. ইনজামাম, সাব্বির হাসানসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, দিনাজপুর বন্ধুসভা