ঢাকা মহানগর বন্ধুসভার উদ্যোগে প্রদর্শিত হলো ‘ত্রিভুজ’
শনিবার বিকেল সাড়ে পাঁচটা। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের দশম তলার সভাকক্ষে হঠাৎ অন্ধকার নেমে আসে। উপস্থিত বন্ধুদের মধ্যে পিনপতন নীরবতা। টেলিভিশনের স্ক্রিনে শুরু হয় ওয়েব সিনেমা ‘ত্রিভুজ’। সমাজের তিন শ্রেণির তিন দম্পতির গল্প নিয়ে এই সিনেমা। ঢাকা শহরে বাস করলেও তাদের জীবন যেন সম্পূর্ণ আলাদা। নানা ঘটনার প্রবাহ এক পর্যায়ে তাদের সবাইকে মুখোমুখি এনে দাঁড় করায়। গল্প যত এগোতে থাকে, দর্শকদের মনোযোগ যেন আর গভীর হচ্ছিল। শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত তিন দম্পতির হাসি-কান্না, সুখ-দুঃখ, উত্থান-পতনের সঙ্গে সবাই এক হয়ে যান।
এমনই আবহে প্রথম আলোতে ঢাকা মহানগর বন্ধুসভার উদ্যোগে প্রদর্শিত হলো আলোক হাসান পরিচালিত ওয়েব সিনেমা ‘ত্রিভুজ’। ১০ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে এটি মুক্তি পেয়েছে। তিন দম্পতির চরিত্রে অভিনয় করেছেন আনিকা কবির শখ, শাহরিয়ার নাজিম জয়, ফারিন খান, ইমতিয়াজ বর্ষণ, সোহেল মণ্ডল ও মৌসুমী মৌ। আইনজীবীর চরিত্রে আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
বন্ধুসভার বন্ধুদের সঙ্গে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, অভিনেত্রী মৌসুমী মৌ। মৌসুমী মৌর প্রশংসা করে আনিসুল হক বলেন, ‘মৌ খুব ভালো উপস্থাপক, মূকাভিনয় করে আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে। সে অভিনয়ও সিরিয়াসলি করতে পারে।’
নিজের প্রিয় সংগঠনে, নিজের অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনী দেখে আবেগতাড়িত হয়ে পড়েন বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমী মৌ। তিনি বলেন, ‘এটা আমার জন্য অন্য রকম অনুভূতি। আগে বন্ধুসভায় আমরা সবাই নিয়মিত বিভিন্ন চলচ্চিত্র দেখতাম। এখন নিজের অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে দেখে ভালো লাগছে।’
ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান বলেন, ‘সুস্থ চলচ্চিত্র সমাজ গঠনের হাতিয়ার। দীর্ঘ সময় ধরেই বন্ধুসভা চলচ্চিত্র প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় “ত্রিভুজ”প্রদর্শনীর আয়োজন করা হয়। চমৎকার অভিনয়শৈলী ফুটিয়ে তুলেছেন মৌসুমী মৌসহ অন্য কলাকুশলীরা। সিনেমাটিতে সমাজের রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত জীবনের গল্প, যা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে, মনের অজান্তেই ভিজিয়ে দিয়েছে চোখের কোণ।’
সমাজের তিন স্তরের মানুষের জীবন, মনস্তাত্ত্বিক লড়াই, নীতিনৈতিকতা, মূল্যবোধসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমাটিতে। একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে গল্প এগিয়েছে পরিণতির দিকে।
সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা