‘নারীর অর্জন ও অগ্রযাত্রার প্রতীক হলো নারী দিবস’

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ৮ মার্চ প্রথম আলোর দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়। বিষয় ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত প্রবন্ধ ‘নারীর মূল্য’।

বাঙালির জীবনের আনন্দ-বেদনাকে সাবলীল স্বচ্ছন্দ ভাষায় যে কথাশিল্পী পরম সহানুভূতি ভরে তুলে ধরেছেন বাংলা সাহিত্যে, তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ‘নারীর মূল্য’ প্রবন্ধটি শুধু একটি বই নয়, এক বিস্তৃত ইতিহাস। তথ্যের সমৃদ্ধিতে যা হয়ে উঠেছে পৃথিবীতে নারীর ইতিহাসের এক সংক্ষিপ্তসার। পুরুষজাতি নারীকে কী চোখে দেখে এসেছে যুগ যুগ ধরে, লেখক সেই ভয়াবহতার ইতিহাস তুলে ধরেছেন এই প্রবন্ধে।

শুরুতেই সঞ্চালক বন্ধু বীথি রায় নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘নারীর অর্জন ও অগ্রযাত্রার প্রতীক হলো নারী দিবস। মানুষ হিসেবে একজন নারীর পরিপূর্ণ অধিকারের দাবিতে সুদীর্ঘকাল যে আন্দোলন করে আসছে, তারই ফলস্বরূপ উদ্‌যাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস।’

‘নারীর মূল্য’ প্রবন্ধটি মূলত নারীর সামাজিক অধিকার ও সমাজে নারীর অবস্থান–সম্পর্কিত রচনা। বন্ধুরা ধারাবাহিকভাবে প্রবন্ধটি পাঠ করেন এবং বিস্তারিত আলোচনা করেন। সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘শুধু নারী দিবস বলেই নির্দিষ্ট দিনে নারীদের নিয়ে ভাবব তা নয়, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে, সমতা সৃষ্টি করে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী বলেন, ‘নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে, নারীকে সম্মান করতে হবে। তবেই একটি সুস্থ সমাজ তৈরি হবে।’

ম্যাগাজিন সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা