বরিশাল বন্ধুসভার পাঠচক্রে ‘পথের পাঁচালী’

সরকারি ব্রজমোহন কলেজ মাঠে বরিশাল বন্ধুসভার পাঠচক্রেছবি: বন্ধুসভা

‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (১৮৯৪-১৯৫০) বাংলা সাহিত্যে একটি কালজয়ী উপন্যাস। প্রকৃতি আর ‘পথের পাঁচালী’ নামটি যেন একই সূত্রে গাঁথা। তিনটি খণ্ডে বিভক্ত উপন্যাসে দেখানো হয়েছে, কৌলীন্য প্রথার বলি ইন্দির ঠাকরুণ কীভাবে বালাই হয়ে ওঠে। আরও দেখানো হয়েছে, দুর্গার হাত ধরে শিশু অপুর আনন্দময় চেতনার বিকাশের পাশাপাশি প্রকৃতির সন্তান হয়ে বেড়ে ওঠা এবং মানসিক বিবর্তনকে। আবার সেই চিরপরিচিত আত্মার সম্পর্ক নিশ্চিন্দিপুর ছেড়ে কাশী যাওয়া। মোটকথা, পথের পাঁচালীতে নিত্য চলমান জীবনবন্দনার গান বেজে উঠেছে।

২৭ জানুয়ারি বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বন্ধুসভা। বিকেলে সরকারি ব্রজমোহন কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। ‘পথের পাঁচালী’ বইটি নিয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান উদ্দিন এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তনুশ্রী দত্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাঈমা রহমান, প্রচার সম্পাদক মিজানুর রহমান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নাঈমা সুলতানা ও বন্ধু সজীব দাস।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বন্ধুসভা