পাঠচক্র ও মুক্তিযুদ্ধবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফুল’ প্রদর্শনী

পাঠচক্র শেষে নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুদের সঙ্গে শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

পাঠচক্রের আসর করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ১০ জুন নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে এটি অনুষ্ঠিত হয়। বিষয় ছিল বন্ধুসভার বৈশাখী প্রকাশনা ‘পাললিক’ থেকে ভাষা আন্দোলন নিয়ে উপদেষ্টা রফিউর রাব্বির লেখা ‘ইতিহাসে ২৯ ফেব্রুয়ারি: ইতিহাসে নারায়ণগঞ্জ’ এবং জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসানের লেখা ‘গণমাধ্যমের শক্তি ১৯৭১’।

পাঠচক্রে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও পরিচালনা করেন সভাপতি আফরিন সুলতানা।

পাঠচক্র শেষে পাঠ আলোচনার ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উম্মে কুলসুম, তামজীদ ইসলাম, আজীদা হোসেন, সানি দেওয়াল, মারিয়া আফরিন, তাহা মনি, মো. শাহজাইদ, শেখ সোহাদ, সিহাব হোসেন, দেবী পাল, সাবিহা আনজুম, সুরাইয়া আক্তার, মুশফিক হাসান ও মোহাম্মদ জয়। বিজয়ীদের ম্যাগাজিন ‘পাললিক’ ও পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফুল’ প্রদর্শন
ছবি: বন্ধুসভা

সবশেষে নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধু আরাফাত হোসেনের লেখা ও পরিচালনায় এবং বন্ধুসভার বন্ধুদের অভিনয়ে মুক্তিযুদ্ধবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফুল’ প্রদর্শন করা হয়। চলচ্চিত্রটি দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে যান।

আয়োজন সম্পর্কে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়তা করবে। ভবিষ্যতে এ রকম আয়োজনে বিদ্যালয়ের সার্বিক সহায়তা থাকবে।’

পাঠচক্রে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা এবং নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধু মনিকা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক আবরার জামান, প্রচার সম্পাদক গাজী ওমর ফারুক, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ছোহাদ হোসেন, হাসান আহমেদসহ অন্যরা।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা