বিতর্ক হচ্ছে চিন্তার লড়াই

পাবনা আঞ্চলিক পর্বের বিতর্ক উৎসবে বিজয়ীদের সঙ্গে আমন্ত্রিত অতিথি ও বিচারকেরা
ছবি: বন্ধুসভা

উৎসবমুখর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হয়ে গেল পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩। ‘যোগ দাও যুক্তির মেলায়’—স্লোগানে ১৯ সেপ্টেম্বর উৎসবে পাবনা ও সিরাজগঞ্জের ১৬টি স্কুলের বিতার্কিক দল অংশ নেয়। অনুষ্ঠিত হয়েছে পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুল মিলনায়তনে।

সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান। তিনি বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের মেধা বৃদ্ধি করে, চিন্তাশীল করে গড়ে তোলে, সাহসী হওয়ার শক্তি জোগায়। তাই এমন আয়োজন প্রথম আলো অব্যাহত রাখবে বলে আশা করছি।’ এমন আয়োজন করায় প্রথম আলোকে ধন্যবাদ জানান তিনি।

উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ও দেশ গড়ার অঙ্গীকার করান পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন। তিনি বলেন, ‘বিতর্ক হচ্ছে চিন্তার লড়াই। এই লড়াই আমাদের ভাবনার জগৎকে আলোড়িত করে। চিন্তার বিকাশ ঘটায়। আমাদের ভাবনার ক্ষমতাকে শাণিত করে। যাঁরা বিতর্কের চর্চা করেন, তাঁরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সুনিপুণ দক্ষতা প্রদর্শন করতে পারেন।’

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ। উৎসবে পাবনার ১২টি ও সিরাজগঞ্জের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতা শুরুর আগে সনাতনী বিতর্ক নিয়ে কর্মশালা হয়। সনাতনী বিতর্কের প্রথম পর্ব শেষে বারোয়ারি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বারোয়ারি বিতর্কে ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া ইসলাম। কুইজ প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির জান্নাতুল ফেরদৌস, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির রাদোয়া রশিদ ও পাবনা কালেক্টরের স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শাহরুখ খান। মাধ্যমিক ক্যাটাগরির বিজয়ীরা হলো সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐশী রায়, একই বিদ্যালয়ের নবম শ্রেণির সানজিদা ইসলাম ও পাবনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির আরবার রাইস। সনাতনী বিতর্কে চ্যাম্পিয়ন হয় সিরাজগঞ্জের বনোয়ারী লাল সরকারি উচ্চবিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের রাদিত রাইয়ান।

চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ ছাড়া সব পর্বের বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ জাফর সাদেক, চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফরহাদ পারভেজ, পাবনা সিটি কলেজের সহকারী অধ্যাপক শামসুন্নাহার বন্যা, মোক্তার হোসেন, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ননটেক বিভাগের প্রধান আলী আকবর মিঞা, আটঘরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাবুল আক্তার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক দিলরুবা আফরোজ, আহেদ আলী কলেজের প্রভাষক ঈশিতা মৃধা, পাবনা বন্ধুসভার উপদেষ্টা হাসান মাহমুদ, সভাপতি গোলাম হাসনায়েন, সহসভাপতি নাহিদুজ্জামান নাহিদ, সাধারণ সম্পাদক খান আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, তোহা রশিদ, অর্থ সম্পাদক মর্জিনা আলম, দপ্তর সম্পাদক মোদাচ্ছের হোসেন, প্রচার সম্পাদক সেজানুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাতুল আদন, ম্যাগাজিন সম্পাদক তাহসিন সুলতানাসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পাবনা বন্ধুসভা