এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার ইফতার

এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার ইফতারছবি: জুলফিকার আলী

বগুড়ার বাঘোপাড়া (মধ্যপাড়া) জিন্নাতিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেছেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা। ২ এপ্রিল অনুষ্ঠিত এই ইফতারে শিক্ষার্থী, মাদ্রাসাশিক্ষক, আশপাশের এলাকার নিম্ন আয়ের মানুষ, বন্ধুসভার বন্ধুরাসহ অন্তত ৬০ জন অংশ নেন।

জিন্নাতিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকেরা বলেন, ‘রমজান মাসে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই ইফতার আমাদের বাচ্চাদের অনুপ্রেরণা জোগায়। বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই যেন পবিত্র কোরআনের হাফেজ হয়ে সমাজ এবং দেশের মানুষের খেদমত করতে পারে।’

এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
ছবি: জুলফিকার আলী

ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা গোলাম ক্বাদেমুল এহ্সান, রাকিব আল হাসান, বন্ধু নকিব হাসান, আবু তালহা, আল গালিব খান, বগুড়া বন্ধুসভার সভাপতি চন্দন কুমার রায়, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি ফারহানা সুলতানা, সহসভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক অর্পিতা মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রুনা আক্তার, সাংগঠনিক সম্পাদক রুথ চৌধুরী, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক রিমন হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তুষার চন্দ্র, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূরে তাসফিয়া, বইমেলা সম্পাদক আবীর রুবাইয়াত, বন্ধু রাহি আহমেদ, অভিষেক মিয়া এবং শাওন আহমেদসহ অন্য বন্ধুরা। রান্নার কার্যাবলি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক তন্ময় শেখ।

সভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা