শ্রমজীবী মানুষদের উপহার প্রদান

মিরপুর বন্ধুসভার উদ্যোগে শ্রমজীবী মানুষদের উপহার প্রদানছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক শ্রম অধিকার দিবসে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটিয়েছে মিরপুর বন্ধুসভা। ১ মে বেলা দুইটা থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাঁদের মধ্যে শার্ট, লুঙ্গি, গামছা, পানির মগ, বোতল, স্যান্ডেল, ক্যাপ ও ছাতা উপহার দেন বন্ধুরা।

প্রত্যেককে ভিন্ন ভিন্ন সামগ্রী দেওয়া হয়। শ্রমজীবী মানুষদের মধ্যে ছিলেন মুচি, হকার, সাইকেল মেকানিক, বাদাম বিক্রেতা, ওয়ার্কশপের শ্রমিকসহ আরও অনেকে। বন্ধুদের কাছ থেকে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।

মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া বলেন, ‘আজ বিভিন্ন জায়গায় ছুটি থাকলেও যাঁরা কায়িক শ্রম করেন, তাঁদের ঠিকই কাজে আসতে হয়েছে। আমরা বন্ধুরা সবাই মিলে চেষ্টা করেছি তাঁদের কিছুটা হলেও সম্মান দিতে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরূপ বড়ুয়া, বন্ধু মিজানুর রহমান, সাকিব হাসান, সাইফুল চৌধুরীসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, মিরপুর বন্ধুসভা