হাসপাতালে ডেঙ্গু ও ডায়রিয়া রোগীদের মধ্যে ফল বিতরণ

ফরিদপুর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের বন্ধুসভার উদ্যোগে ফল বিতরণ
ছবি: বন্ধুসভা

ফরিদপুর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ও ডেঙ্গু আক্রান্ত ৪৯ জন রোগীর মধ্যে পথ্য হিসেবে কমলা ফল বিতরণ করেছে ফরিদপুর বন্ধুসভা। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে গত ৩১ অক্টোবর এগুলো বিতরণ করেন বন্ধুরা।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালার সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালের পুরুষ ডেঙ্গু ওয়ার্ড, মহিলা ডেঙ্গু ওয়ার্ড, পেয়িং ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ডে ঘুরে প্রতিজনকে চারটি করে কমলার একটি করে প্যাকেট তুলে দেন বন্ধুরা। এ সময় রোগীরা বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জানান।

ফরিদপুর জেনারেল হাসপাতালের মহিলা ডেঙ্গু ওয়ার্ডের শিক্ষানবিশ নার্স তাছলিমা আক্তার বলেন, ‘এখানে যাঁরা চিকিৎসা নিতে আসেন, বেশির ভাগই গ্রামের রোগী হওয়ায় আর্থিক অবস্থা ততটা ভালো নয়। এ ছাড়া একজন রোগীর সঙ্গে অন্তত দুজন করে লোক থাকেন সেবাযত্ন করার জন্য। সব মিলিয়ে প্রতিদিন অনেক টাকা খরচ হওয়ায় ফল কিনতে কষ্ট হয়। বন্ধুসভার এই ফল উপহার তাঁদের কাজে আসবে।’

পুরুষ ডেঙ্গু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার বলেন, ‘ডেঙ্গু রোগীদের অন্যতম প্রয়োজনীয় খাবার কমলা। বন্ধুসভা রোগীদের মধ্যে কমলা ফল বিতরণ করেছে। এ বছর এমন কোনো উদ্যোগ আমাদের হাসপাতালে অন্য কোনো সংগঠন করেনি।’

ফরিদপুর বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ‘বন্ধুদের একান্ত সহযোগিতায় এ কার্যক্রম আমরা সফল করতে পেরেছি। আমাদের এমন ভালো কাজের উদ্যোগ অব্যাহত থাকবে।’এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু রফিকুল ইসলাম, লক্ষ্মণ চন্দ্র মণ্ডল, সুব্রত পাল, মিঠুন দাস, রিফাত হাসনাতসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা