রাবি বন্ধুসভার ‘স্মৃতিতে বঙ্গবন্ধু’

শোক দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ভার্চ্যুয়াল শোকসভা
ছবি: সংগৃহীত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে ‘স্মৃতিতে বঙ্গবন্ধু’ শিরোনামে ভার্চ্যুয়াল শোকসভার। রাত ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন মাতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক ও রাবি বন্ধুসভার উপদেষ্টা রাকিবুল ইসলাম।

ছাদেকুল আরেফিন মাতিন তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো স্মরণ করেন এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান তুলে ধরেন। তিনি বলেন, ‘জনগণের যেমন বঙ্গবন্ধুর ওপর আস্থা ছিল, বঙ্গবন্ধুরও তেমনি জনগণের ওপর আস্থা ছিল। এত অল্প সময়ে তিনি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, তা থেকে আমাদের অনেক শেখার আছে। ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল নির্মম। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠতে হবে। তবেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে পারব।’

রাকিবুল ইসলাম তাঁর বক্তব্যে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান স্মরণ এবং শোক দিবসের শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যয় ব্যক্ত করেন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নুর, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন রাবি বন্ধুসভার প্রচার সম্পাদক তুহিনূজ্জামান।

প্রচার সম্পাদক, রাবি বন্ধুসভা