দুটি পরিবারের খালি জমিতে পেয়ারাবাগান করে দিল জাককানইবি বন্ধুসভা

জাককানইবি বন্ধুসভার উদ্যোগে দুটি পরিবারের খালি জমিতে পেয়ারাবাগান করে দেন বন্ধুরাছবি: বন্ধুসভা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রামে বাড়ি দিনমজুর আবদুল হামিদের। পৈতৃক সূত্রে পাওয়া তাঁর তিন শতক জমি এত দিন খালি পড়ে ছিল। আর্থিক সংকটের কারণে জমিটি কাজে লাগাতে পারছিলেন না। তাঁর জমিতে পেয়ারাগাছের চারা রোপণের মাধ্যমে বাগান করে দিয়েছেন জাককানইবি বন্ধুসভার বন্ধুরা।

একই গ্রামের স্বামীহারা জরিনা বেগমের দেড় শতক জমিতেও পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে পেয়ারাগাছ রোপণ করে দিয়েছেন বন্ধুরা। এ ছাড়া চারা গাছগুলোতে পানি ছিটানো ও খুঁটির ব্যবস্থা করে দেওয়া হয়। বন্ধুসভার পক্ষ থেকে দুজন প্রতিনিধিও নির্বাচন করা হয়েছে; যাঁরা বছরব্যাপী এই বাগান দুটির খোঁজখবর নেবেন।

জাককানইবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ নেন বন্ধুরা। ২৫ অক্টোবর বাগান দুটিতে দেড় শতাধিক পেয়ারাগাছের চারা রোপণ করা হয়।

বন্ধুরা বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে শুধু সবুজায়ন নয়, বরং দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে দেবে বলে প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি, এ ধরনের চেষ্টার মাধ্যমেই সমাজে বড় পরিবর্তন আসবে।’

কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, মেহেদী হাসান পল্লব, ইশতিয়াক আহমেদ, সভাপতি সাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির মিয়াসহ অন্য বন্ধুরা এবং স্থানীয় বাসিন্দারা।

সভাপতি, জাককানইবি বন্ধুসভা