স্বল্প আয়ের মানুষদের মধ্যে এক বেলা আহার ও এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী উপহার দিয়েছে পবিপ্রবি বন্ধুসভা। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ।
২৫ অক্টোবর জুমার নামাজের পর বন্ধুরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সুবিধাবঞ্চিতদের খুঁজে বের করে ১২ জনের মধ্যে খাবার বিতরণ করেন। পরে সেখান থেকে সবাই পৌঁছে যান স্থানীয় একটি এতিমখানা ও মাদ্রাসায়।
এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান বন্ধুরা। তাঁদের ভালো কাজ করতে উদ্বুদ্ধ করা হয়। শিক্ষার্থীরা হামদ-নাত ও কোরআন তিলাওয়াত করে। সবশেষে ১৩ জন শিক্ষার্থীকে পেনসিল, ইরেজার, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
সভাপতি, পবিপ্রবি বন্ধুসভা