অধিকার আদায়ে নারীদের দৃঢ়চেতা হতে হবে

সভায় বিভিন্ন পেশার অসংখ্য নারী অংশ নেন
ছবি: বন্ধুসভা

‘সর্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়নে নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত হোক’ শিরোনামে ৯ মার্চ নোয়াখালীর বিনোদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী বন্ধুসভার সহযোগিতায় এবং জেলা নারী অধিকার জোটের আহ্বানে এ সভায় আরও কয়েকটি সংগঠন অংশ নেয়।

বক্তারা নারী স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে নীতি সংশোধন, কৌশল ও পরিকল্পনা প্রণয়ন এবং নতুন কর্মসূচি তৈরি করার প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য দেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা লায়লা পারভিন, এনআরডিএসের নির্বাহী প্রধান আবদুল আউয়াল, পশ্চিমবঙ্গের গান্ধী বিচার পরিষদের সদস্য রঞ্জিত সরকার, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, বন্ধনের নির্বাহী প্রধান আমিনুজ্জামান মিলন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহানারা রহমান প্রমুখ। সঞ্চালনা করেন মনোয়ারা আক্তার।

অধ্যাপিকা শাহানারা রহমান বলেন, নারীদের নিজের অধিকার আদায়ে দৃঢ়চেতা হতে হবে। গান্ধী বিচার পরিষদের সদস্য রঞ্জিত সরকার ভারতের পশ্চিমবঙ্গের নারীদের সংগঠিত এবং স্বাবলম্বী হয়ে ওঠার ঘটনার বর্ণনা দিয়ে উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত নারীদের অনুপ্রেরণা জোগান।

আমন্ত্রিত অতিথিরা
ছবি: বন্ধুসভা

সভায় বক্তারা বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় একজন এমবিবিএস ডাক্তারের উপস্থিতি নিশ্চিতকরণ, প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী কর্মসূচির পাশাপাশি সনাতন ধাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি পুনরায় চালু করা, সাধারণ জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চিকিৎসকদের কর্মস্থলে নিয়মিত অবস্থান নিশ্চিত করা, সেবাদানকারীদের তদারকি ও সহযোগিতার ক্ষেত্রে শক্তিশালী পর্যবেক্ষণ পদ্ধতি চালু করা, হাসপাতাল থেকে যানবাহন ও অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এমবিবিএস চিকিৎসক নিয়োগ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোয় আসনসংখ্যা দ্বিগুণ করা, চিকিৎসকের বিপরীতে কমপক্ষে একজন ডিপ্লোমা নার্স নিয়োগ নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় জনগণের জবাবদিহি বাড়ানোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা এবং এ খাতে সব ধরনের দুর্নীতি রোধ।

এ সময় সভায় আগত নারীরা তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তাঁদের উদ্দেশে লায়লা পারভিন বলেন, ‘যদি কোনো সেবাকেন্দ্র সেবা প্রদানে গড়িমসি করে, তাহলে যেন তারা সংঘবদ্ধভাবে এর প্রতিবাদ করেন।’ যেকোনো প্রয়োজনে তিনি তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা