লক্ষ্মীপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক
লক্ষ্মীপুর বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ২৩ আগস্ট রাত ১০টায় লক্ষ্মীপুর জেলা শহরের একটি রেস্টুরেন্টে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম, আগামী দিনগুলোয় কী কী কাজ করা হবে, তার একটি রূপরেখা, উপজেলা শহরগুলোয়ও নতুন বন্ধু যোগদানে উৎসাহিত করা ও লক্ষ্মীপুরে বন্ধুসভার কার্যক্রম পরিচালনায় সাফল্য ও কর্মপরিধি বিস্তৃত করার সামগ্রিক বিষয় আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, বন্ধুসভার ডিজিটাল কনটেন্ট সহকারী তাহসিন আহমেদ, ঢাকা মহানগর বন্ধুসভার অনিক সরকার, মেঘা খেতান, মীর মোশারফ, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের শেখ মামুন, লক্ষ্মীপুর বন্ধুসভার সভাপতি শাহজাহান কামাল, সাধারণ সম্পাদক শংকর মজুমদারসহ লক্ষ্মীপুর বন্ধুসভার অন্য বন্ধুরা।
এদিন জাতীয় পর্ষদের উদ্যোগে বন্যার্ত ১৬১টি পরিবারের জন্য লক্ষ্মীপুরে ত্রাণসহায়তা দেওয়া হয়। এর মধ্যে শহরের একটি আশ্রয়কেন্দ্রে থাকা ১১টি পরিবারের হাতে জাতীয় পর্ষদের সদস্যরা খাদ্যসামগ্রী পৌঁছে দেন। বাকি ১৫০টি পরিবারের ত্রাণসহায়তা লক্ষ্মীপুর বন্ধুসভার বন্ধুদের কাছে হস্তান্তর করা হয়। তাঁরা পরদিন সেগুলো বানভাসিদের কাছে পৌঁছে দেন।