কাতার বন্ধুসভার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনুষ্ঠান শেষে কাতার বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কাতার বন্ধুসভা। একই সঙ্গে নতুন বন্ধুদের বরণ করে নেওয়া হয়। ২৩ ফেব্রুয়ারি কাতারের দোহার একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর বন্ধুসভার নবাগত বন্ধুদের উষ্ণ অভ্যর্থনা জানানো এবং তাঁদের মধ্যে উপহার বিতরণ করা হয়। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন বন্ধুরা।

কাতারে থেকেও আমরা বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার চেষ্টা করছি।

এ সময় ভাষাশহীদদের স্মরণে এবং কাতার বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাইফুল ইসলামের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভাপতি বুরহান উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবজল আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য, নতুন নিবন্ধিত বন্ধু ও বন্ধুসভার শুভাকাঙ্ক্ষীরা।

উপদেষ্টা আবজল আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল ভাষার জন্য আত্মত্যাগের দিন নয়, এটি আমাদের পরিচয় ও সংস্কৃতির প্রতীক। কাতারে থেকেও আমরা বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার চেষ্টা করছি। বন্ধুসভা সব সময় জ্ঞান, মানবতা ও বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। আশা করি, নতুন বন্ধুরা এ লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।’

সাধারণ সম্পাদক শাকিল আহমেদ নতুন বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কাতার বন্ধুসভা বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে এবং জ্ঞান, সংস্কৃতি ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি ও বন্ধুদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

সভাপতি, কাতার বন্ধুসভা