শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন বন্ধুরা

বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে গাছের চারা রোপণ
ছবি: বন্ধুসভা

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ৭ আগস্ট দিনব্যাপী উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ ও উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা। পরে উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। হঠাৎ বন্ধুসভা থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা গাছের চারাগুলো সঠিকভাবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করবে বলে জানায়।

রোপণ ও বিতরণ করা বৃক্ষের মধ্যে রয়েছে কাঠবাদাম, বহেড়া, মেহগনি, অর্জুন, বকুল, ছাতিম, পলাশ, শিশু, আকাশমণি, দেবদারু, জয়তুন, লটকন, তেঁতুল, নিম, জাম, রাধাচূড়া, জলপাইসহ বিভিন্ন ধরনের দুই শতাধিক গাছ।

গাছের চারা হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য বেল্লাল হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রথম আলোর প্রতিনিধি সাজেদুল আলম, প্রভাষক ফরিদুল ইসলাম, রফিকউদ্দিন আহমেদ, লায়লা মমতাজ, হাবিবা খাতুন, শিক্ষক অনামিকা রানী সরকার, জিয়াউর রহমান, নাজমা খাতুন, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সুরুতজামান, শিক্ষক সেলিম রেজা খন্দকার, শিক্ষক মাসুদ রানা, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলমগীর, প্রচার সম্পাদক পাপ্পু কুমার দে, বন্ধু মহুয়া সাহা প্রমুখ।

সাবেক সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা