৪৫ বছর বয়সী আরমান মিয়া। স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে ভালোই কাটছিল তাঁর দিন। শাকসবজি বিক্রি করে চলছিল সংসারের খরচ। এর মধ্যে ডেঙ্গু জ্বর ভেঙে দেয় আরমানের স্বপ্ন। চিকিৎসা করাতে গিয়ে ব্যবসার পুঁজিটুকুও শেষ করে ফেলেন। দুই চোখে নেমে আসে রাজ্যের হতাশা। হতাশাগ্রস্ত আরমানের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্ধুসভা।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে আরমান মিয়াকে তাঁর ব্যবসা পরিচালনার জন্য কাঁচামাল কিনে দিয়েছেন বন্ধুরা।
নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা হলেও আরমান দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকার মেয়র গলিতে বসবাস করছেন। অক্টোবরের শুরুতে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। অবস্থা গুরুতর হলে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে স্ত্রী রাহেলা বানু পড়েন মহাবিপাকে। পরে চিকিৎসার খরচ চালাতে গিয়ে ব্যবসার পুঁজিও বিক্রি করে দিতে হয়।
ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আরমান। কিন্তু সুস্থ হওয়ার পর আরেক দুর্যোগ নেমে আসে। পুঁজি না থাকায় পরিবার নিয়ে দুই বেলা অন্ন জোগাড় করতেই কষ্ট হয়ে যায়। বিষয়টি জানতে পারেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু ফয়সাল হাওলাদার। তিনি বিষয়টি সভাপতি ইব্রাহীম তানভীর ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানকে জানান। পরে এ কাজটি করার বিষয় কমিটিতে উপস্থাপন করলে সবাই সম্মতি দেন এবং সহায়তা করেন।
২৬ অক্টোবর বন্ধুরা আরমানের দোকানের জন্য সবজি কিনে আনেন। সবজির তালিকায় ছিল কাঁচা মরিচ, কচু, ধনেপাতা, টমেটোসহ প্রায় ১০ হাজার টাকার অন্যান্য কাঁচামাল। এ সময় বন্ধুরা ভবিষ্যতেও আরমানের যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
খুশি হয়ে আরমান মিয়া বলেন, ‘অসুস্থতার জন্য পুঁজি হারিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। কী করব কোনো কূলকিনারা পাচ্ছিলাম না। আপনারা পাশে না দাঁড়ালে কী হতো, সেটা জানি না। আমি আবারও স্বপ্ন দেখা শুরু করলাম বন্ধুসভার জন্য।’
স্থানীয় বাসিন্দা কাউছার আলী বলেন, ‘লোকটা দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পুঁজি হারিয়ে একপ্রকার পথে বসে যান। চট্টগ্রাম বন্ধুসভাকে ধন্যবাদ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’
বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা