‘ঈদের দিন জামাটি পরে ঘুরতে যাব’

নতুন জামা পেয়ে শিশুদের চোখেমুখে উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদের নতুন জামা বিতরণ ও তাদের সঙ্গে ইফতার করেছে।

১২ এপ্রিল কেরানীগঞ্জের নতুন সোনাকান্দা এলাকায় শিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম। তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগ প্রশংসনীয়। কোমলমতি শিশুরা ঈদের দিন এসব নতুন জামা পরে আনন্দ–উৎসব করতে পারবে।’

নতুন জামা পেয়ে দারুণ উচ্ছ্বসিত ৯ বছরের শিশু সুমাইয়া আক্তার বলে, ‘ঈদের নতুন জামা পেয়ে আমার অনেক খুশি লাগছে। ঈদের দিন জামাটি পরে ঘুরতে যাব।’
কেরানীগঞ্জ বন্ধুসভার অর্থ সম্পাদক শামসুন্নাহার শিরীন বলেন, ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের চিহ্নিত করি। এরপর তাদের বয়স অনুযায়ী নতুন জামা কিনে এনে বিতরণ করেছি। ঈদের নতুন জামা পেয়ে তারা অনেক খুশি হয়েছে। তিনি আরও বলেন, সমাজে অনেক দরিদ্র মানুষ রয়েছেন। যাঁরা খুবই কষ্টে জীবন চালাচ্ছে। সমাজের বিত্তবান মানুষদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। যাতে সব শিশুর মুখে হাসি ফোটে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের কার্যকরী সদস্য সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি এইচ এম রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. রাজু, সহসাংগঠনিক সম্পাদক অর্ণব সাইফুল, কার্যকরী সদস্য তাসনিম খান, আয়শা আক্তার, বর্ষা আক্তার প্রমুখ।