পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পল্লীসমাজ’

পাঠের আসর
ছবি: বন্ধুসভা

‘পল্লীসমাজ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। ঊনবিংশ শতাব্দীর গ্রাম্য সমাজের মানুষের জীবন ধারণের পটভূমি নিয়ে এটি রচিত হয়েছে। যেখানে উঠে এসেছে উচ্চ শ্রেণির সমাজপতিদের আধিপত্য, নিম্ন শ্রেণির মানুষের দরিদ্রতা, বঞ্চনা, উৎপীড়ন, বিবাদ, কলহ, কুসংস্কার ইত্যাদি। অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য একজন প্রতিবাদমুখর সমাজ সংস্কারকের সাহসিকতাও ফুটে উঠেছে।

৯ ফেব্রুয়ারি বইটি নিয়ে পাঠচক্র করেছে শরীয়তপুর বন্ধুসভা। জেলা পাবলিক লাইব্রেরিতে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্র আলোচনায় বন্ধুরা বলেন, ‘পল্লীসমাজ’ উপন্যাসে লেখক তৎকালীন পল্লী সমাজের কিছু সাধারণ ঘটনা এবং মানসিক টানাপোড়েন অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। এই গল্পের নায়ক রমেশ। যে প্রকৃতপক্ষে জনদরদি। গ্রামের মানুষের সুখ–স্বচ্ছন্দ রমেশের নিজের সৌন্দর্য বৃদ্ধির থেকেও অধিক গুরুত্বপূর্ণ।

সেরা পাঠক নির্বাচিত হয়েছেন আসিফ ভূঁইয়া ও তামিম ইসলাম। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আশিকুর রহমান।