‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানে ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩-এর ময়মনসিংহ আঞ্চলিক পর্ব। বিতর্কে অংশগ্রহণ করে জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চূড়ান্ত পর্বে জামালপুর জিলা স্কুলের সঙ্গে লড়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জিলা স্কুল।
সকাল ৯টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপসচিব মশিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন, ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা আলী ইউসুফ, সভাপতি সুব্রত কুমার সিংহ ও সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি কামরান পারভেজ। আলোচনা পর্বে উপসচিব মশিউল আলম বলেন, ‘কখনো জোর করে নিজের যুক্তিকে প্রতিষ্ঠিত করা উচিত নয়। পরিশীলিত যুক্তির মাধ্যমে নিজের মতকে প্রতিষ্ঠা করা যায়। বিতর্ক মানুষকে সেই শিক্ষাই দেয়। বিতর্ক হচ্ছে একটি নান্দনিক ঝগড়া, যার মাধ্যমে মানুষের মেধা ও মনন প্রস্ফুটিত হয়।’
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান উপপরিচালক খোরশেদ আলম। তিনি বলেন, ‘বিতর্কে অনেক যুক্তিতর্ক থাকে। যুক্তিতর্কের মাধ্যমে মত প্রতিষ্ঠিত হয়। তবে আমি বলব, মাদকের ক্ষেত্রে এর পক্ষে কোনো একটি যুক্তিও নেই। মাদক সব সময়ই যুক্তিতর্কের ঊর্ধ্বে থেকে বর্জনীয়। মাদককে সব সময়ই “না” বলতে হবে।’
উৎসব পরিচালিত হয় প্রথম, দ্বিতীয়, সেমিফাইনাল ও ফাইনাল—এ চারটি ধাপে। সনাতনী বিতর্কের পাশাপাশি বারোয়ারি বিতর্ক ও বিতর্ক কুইজে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। এ ছাড়াও বির্তকের কলাকৌশলের ওপর অনুষ্ঠিত হয় কর্মশালা। বিচারকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম, এখলাস উদ্দিন খান, তাহমিনা শেখ আশা, সুব্রত কুমার সিংহ, সংগীতা পাল, খালিদ হাসান সম্রাট, মেহেদী হাসান শিশির, মাশরিকি খান, সিফাত আবদুল্লাহ, জয়লালা, রাকিবুল হান্নান প্রমুখ।
বিকেল গড়িয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘পরিবেশ রক্ষায় ব্যক্তির ভূমিকাই প্রধান’। বিতর্ক শেষে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল, টি-শার্ট ও সনদ তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারসহ অন্যান্য অতিথি।
উৎসব সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার নাহিদ মন্ডল, সাদিকুল ইসলাম ও মেহেদী হাসান। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাকিল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাবিয়াতুল বুশরা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আলমাস হোসাইন, কার্যনির্বাহী সদস্য মুর্শেদা খাতুন, বন্ধু ফারিয়া, রিফাত, আনারুল ইসলাম, অপূর্ব, সাদমান সাকিব প্রমুখ।
সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা