বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করল কুষ্টিয়া বন্ধুসভা

প্রথম আলোর কুষ্টিয়া অফিসে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনছবি: বন্ধুসভা

বন্ধুদের জন্য বছরের অন্যতম আনন্দের দিন ১১ নভেম্বর, বন্ধুসভার জন্মদিন। দিনটি উপলক্ষে সোমবার প্রথম আলোর কুষ্টিয়া অফিস রঙিন বেলুন দিয়ে সাজানো হয়। পরে কেক কেটে জন্মবার্ষিকী উদ্‌যাপন করেন বন্ধুরা।

‘তরুণোদয়ের নতুন আলোয়’ স্লোগানে বন্ধুসভার বিগত দিনের কাজগুলো নিয়ে শুভকামনা জানান এবং আগামী দিনের কাজ নিয়ে বন্ধুদের বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান।

নিয়মিত পাঠচক্র পরিচালনা ও কর্মশালার আয়োজনের ব্যাপারে গুরুত্বারোপ করেন কুষ্টিয়া বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক ইমাম মেহেদী।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা