কুমিল্লা বন্ধুসভার শিক্ষাসামগ্রী উপহার পেল ১৩০ মাদ্রাসাশিক্ষার্থী

কুমিল্লা বন্ধুসভার একটি ভালো কাজছবি: বন্ধুসভা

স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় মানুষের বসতবাড়ির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। উপজেলা বাকশীমূল পূর্বপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটিও বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বানের স্রোতে ভেসে গেছে শিক্ষার্থীদের বই-খাতাসহ অন্যান্য শিক্ষাসামগ্রী। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা ১৩০ জন; এর মধ্যে পাঁচজন এতিম।

বিষয়টি জানতে পেরে ২৬ অক্টোবর শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী নিয়ে যান কুমিল্লা বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ১৩০ শিক্ষার্থীকে এগুলো উপহার দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল তিনটি খাতা (বাংলা, গণিত ও ইংরেজি), কলম, পেনসিল ও পেনসিল বক্স।

খুশি হয়ে পঞ্চম শ্রেণির (নাজেরা) শিক্ষার্থী নেমাতুউল্লা বলে, ‘আমরা অনেক খুশি। বন্যার পর কেউ এভাবে আমাদের খবর নেয়নি। খাতা-কলম পাওয়াতে আমরা উপকৃত হয়েছি।’
সাইদুল হক নামের তৃতীয় শ্রেণির আরেক শিক্ষার্থী বলে, ‘খাতা, কলম, পেনসিল, পেনসিল বক্স পেয়ে আমরা অনেক খুশি।’
তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ইফাতুল ইসলাম বলে, ‘আমার মা–বাবা নেই। মাদ্রাসা আর হুজুররাই আমার সবকিছু। এই উপহারগুলো পেয়ে অনেক খুশি।’

বন্ধুসভার ভালো কাজের প্রশংসা করে মাদ্রাসার সভাপতি মাওলানা মফিজুল ইসলাম বলেন, ‘এটি একটি মহতী উদ্যোগ। মাদ্রাসায় এমনও ছাত্র রয়েছে, যার একটি কলম কেনার সামর্থ্য নেই। আপনাদের এই শিক্ষাসামগ্রী দেওয়ার ফলে অনেকেরই উপকার হয়েছে। প্রত্যন্ত এলাকায় এসে বন্যায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসার শিক্ষার্থীদের এসব উপহার দেওয়ার জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানাচ্ছি।’

প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ মাওলানা শামসুল হক বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। ছাত্রদের জন্য আপনাদের এই উপহারের উত্তম প্রতিদান মহান আল্লাহ দান করুক। সেই দোয়াই আমরা করছি।’

শিক্ষাসামগ্রী উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, কুমিল্লা বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকার, বন্ধু হানিফ মোছাব্বীর, অতনু ধর, সোহাগসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, কুমিল্লা বন্ধুসভা