অস্ট্রেলিয়া বন্ধুসভার ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

অনুষ্ঠান শেষে অস্ট্রেলিয়া বন্ধুসভার বন্ধুদের একাংশছবি: বন্ধুসভা

কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী করেছে অস্ট্রেলিয়া বন্ধুসভা। ১৬ জুন সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সভাপতি শহিদুল আলম। নিয়মিত অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া বন্ধুসভা বাঙালি সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংস্কৃতিক পর্বের শুরুতেই বাউল উকিল মুন্সি ও শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন সদ্য বাংলাদেশ থেকে আসা নতুন বন্ধু ইমরান হুসেইন। তাঁর পরিবেশনা দর্শকদের বিমোহিত করে। বন্ধু অর্ণব মাসুদ আবৃত্তি করেন কবি জয় গোস্বামীর কবিতা ‘মেঘবালিকার জন্য রূপকথা’। সর্বকনিষ্ঠ বন্ধু অতলান্তিক ঋদ্ধ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গান পরিবেশন করেন। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন তাপস কর।

কবিতা আবৃত্তি করছেন এক বন্ধু
ছবি: বন্ধুসভা

দ্বিতীয় পর্বে বক্তব্য দেন উপদেষ্টা লিটন বাউল। তিনি বন্ধুসভার কার্যক্রমকে প্রবাসী বাঙালিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ পর্বে সহসভাপতি নাজনীন আক্তার শুদ্ধ সাংস্কৃতিক চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আবৃত্তি করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘না পাঠানো চিঠি’। এর পরই গান পরিবেশন করেন বন্ধু হোসেইন রকি ও তাসলিমা রুপা।

সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সংগঠনের পরবর্তী কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
কবিতা, গান ও আড্ডায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু নাজমা বেগম, জিসান মাহবুব, সাবিরা সুলতানা, হিরি হোসেইনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, অস্ট্রেলিয়া বন্ধুসভা