মেধা বিকাশে শিশুশিক্ষার্থীদের নিয়ে আনন্দভ্রমণ

সিলেট নগরীর ইকোপার্কে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের বিনা মূল্যে অংশগ্রহণমূলক পাঠদান, দায়িত্বশীল এবং সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ২০১৮ সালের ১৩ জুলাই কয়েকজন বন্ধু মিলে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সবার মধ্যে শিক্ষার মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমানে এবিসি স্কুল নামে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে সিলেটের এমসি কলেজ বন্ধুসভা।

নিয়মিত পাঠদানের পাশাপাশি শিশুশিক্ষার্থীদের মেধা বিকাশে বছরজুড়ে বিভিন্ন দিবস উপলক্ষে তাদের জন্য খেলাধুলা, আনন্দভ্রমণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান ও কবিতা আবৃত্তির মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও স্কুলটির শিশুদের নিয়ে আনন্দভ্রমণ করেছেন বন্ধুরা। ১ ডিসেম্বর সিলেট নগরীর ইকোপার্কে এটির আয়োজন করা হয়।

বেলা তিনটায় শিশুশিক্ষার্থীদের নিয়ে সিএনজিতে গন্তব্যে পৌঁছান বন্ধুরা। তারপর শিশুদের ইকোপার্কের বিভিন্ন আকর্ষণীয় স্থান ও পশুপাখি পরিভ্রমণ করে দেখান। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন রাখা হয়। খেলাধুলার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, গোল্লাছুট ও পার্কের প্রাণিবিষয়ক তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা।

দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে পঞ্চম শ্রেণির আছমা আক্তার, গোল্লাছুট খেলায় বিজয়ী হয়েছে সপ্তম শ্রেণির হুছনা বেগম ও তার দল এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তৃতীয় শ্রেণির লামিয়া আক্তার। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ‘হ্যারি পটার’ সিরিজের বই, একটি করে খাতা, কলম ও ড্রয়িং বক্স।

ইকোপার্কের বিভিন্ন পশুপাখিকে কাছ থেকে দেখতে পেরে নিজের ভালো লাগার কথা জানায় আবদুল্লাহ নামের এক শিক্ষার্থী। আরেক শিক্ষার্থী হুছনা আক্তার বলে, ‘পার্কটি দেখতে অনেক সুন্দর। তারপর গোল্লাছুট খেলায় বিজয়ী হওয়ায় আমরা সবাই ভীষণ আনন্দিত।’

সিলেট নগরীর ইকোপার্কে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা আনোয়ার হোসেন বলেন, ‘এমসি কলেজ বন্ধুসভা দীর্ঘদিন ধরেই অনেক ভালো ভালো কাজ উপহার দিয়ে আসছে। কাজগুলোর অন্যতম সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। একদিন এই শিক্ষার্থীরাই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

আনন্দভ্রমণে বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা তানভীর মাহফুজ, সাধারণ সম্পাদক ফারহানা লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক পাপড়ি তালুকদার, সুমন মিয়া, প্রচার সম্পাদক রুহেল আহমেদ, দপ্তর সম্পাদক উত্তম ঘোষ, অর্থ সম্পাদক রুবেল ফারহিন, মাহমুদুল হাসান, আযহারুল ইসলাম, শেফালী বেগম, লিমা তালুকদার, মেহেদী হাসান, আনিসুর রহমান, মান্না আহমেদ, মীর জান্নাত, নাসিমা জাহান, মোতাব্বির হোসেন, সামিয়া আক্তার, রাসেল দাস, ফয়েজ আহমেদ, নীল দেবনাথ, রিপন আহমেদ, নাফিসা আক্তার প্রমুখ।

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা