ইতিহাসের আবেশে ভালোবাসায় মোড়ানো ‘দুর্গেশনন্দিনী’

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ ইতিহাস ও রোমান্সের সমন্বয়ে রচিত বাংলা সাহিত্যের এক অতুলনীয় সংযোজন। উড়িষ্যা দখলকে কেন্দ্র করে মোগল ও পাঠানদের মধ্যে যে সংঘাত ঘনীভূত হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ঔপন্যাসিক এখানে অতি দক্ষতার সঙ্গে ত্রিভুজ প্রেমের মিলন ও বিরহসত্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

গতকাল মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে বইটি নিয়ে পাঠচক্র করেছে জাককানইবি বন্ধুসভা। এটি নতুন বছরে তাদের প্রথম পাঠচক্র।

‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসটি মূলত ইতিহাসের আশ্রয়ে গঠিত হলেও বীরসিংহের কন্যা তিলোত্তমা ও মানসিংহের পুত্র জয়সিংহের প্রেমের জয়গানই এখানে মুখ্য হয়ে উঠেছে। পাশাপাশি পাঠান সেনাপতি ওসমান, অধিপতি কতলূ খাঁর কন্যা আয়েশা এবং গড় মান্দারণের অধিপতি বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ইত্যাদি চরিত্রগুলো সাহসিকতা, ধৈর্যশীলতা ও ত্যাগের মহিমায় যেভাবে চিত্রিত হয়েছে, তাতে তাঁরা স্বীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল।

আমিনা সরকারের সঞ্চালনায় বন্ধুরা তাঁদের নিজের ভাষায় বইটির বর্ণনা তুলে ধরেন। চরিত্র বিশ্লেষণ, গল্পের ঘটনা প্রবাহ, প্রকৃতির বিশ্লেষণ আলোচনায় উঠে এসেছে।

সাংগঠনিক সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা