ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছায়, সেই উদ্দেশে প্রতিবছরই ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে রঙিন জামা বিতরণ করে জয়পুরহাট বন্ধুসভা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২ এপ্রিল বিকেলে জেলা শহরের সার্কিট হাউস মাঠে এক অনুষ্ঠানে ১৫ জন শিশুর মধ্যে নতুন জামা বিতরণ করেন বন্ধুরা।
নতুন জামা হাতে পেয়ে শিশুদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তাদের আনন্দে ছড়িয়ে যায় বন্ধুদের মধ্যেও। জয়পুরহাট বন্ধুসভার সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য সবার ঈদের আনন্দে অংশীদার হওয়া। এই ছোট্ট উপহারের মাধ্যমে বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরেছি; এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের।’
শুধু ঈদ উপহার বিতরণই নয়, বন্ধুসভা শিশুদের এবং তাদের অভিভাবকদের জন্য ইফতারের আয়োজনও করে। জয়পুরহাট শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতারে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, মোস্তাকিম বিল্লাহসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, জয়পুরহাট বন্ধুসভা