উৎসবে-আনন্দে শীতকে বিদায়

সিলেট বন্ধুসভার শীত উৎসবছবি: বন্ধুসভা

ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। ঋতুচক্রের পালাবদল মেনে এখন শীতকাল শেষ হতে চলেছে। বসন্ত দরজায় কড়া নাড়ছে। তাই শীতকে বিদায় জানাতে সিলেট বন্ধুসভা আয়োজন করে শীত উৎসব। ৭ ফেব্রুয়ারি নগরীর লাক্কাতুরা বাগানের গলফ ক্লাবে এটি অনুষ্ঠিত হয়।

নাচ ও গান পরিবেশনা, কবিতা আবৃত্তি, নাটিকা প্রদর্শনীসহ নানা আয়োজনে শীতের শেষের সন্ধ্যাকে উৎসবমুখর করে তোলেন বন্ধুরা। একক গান পরিবেশন করেন বন্ধু প্রত্যাশা তালুকদার, দৃষ্টি বর্মন ও প্রণব চৌধুরী। নৃত্য পরিবেশন করেন বন্ধু নাহিয়ান রহমান।

প্রধান আকর্ষণ ছিল নাটিকা ‘শীতের পিঠা’। যা শীতের আমেজে গ্রামবাংলার বাস্তববাদী চিত্রকে তুলে ধরে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বন্ধু কিশোর দাস, প্রত্যাশা তালুকদার, প্রণব চৌধুরী, নাহিয়ান রহমান, কৃত্য ছত্রী ও দৃষ্টি বর্মন। কাহিনি ও চরিত্র বিশ্লেষণে নির্দেশনা দেন বন্ধু ফয়সাল আহমেদ। কবিতা আবৃত্তি করেন বন্ধু প্রত্যাশা তালুকদার, নাহিয়ান রহমান ও ফারিহা হক।

সিলেট বন্ধুসভার শীত উৎসব

বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন লাক্কাতুরা বাগানের নাচের দল।

‘ফাগুনেরও মোহনায়’ গানে নৃত্য পরিবেশন করেন তাঁরা। দলীয় সংগীত পরিবেশন করেন বন্ধু এসিতা রানী নাথ, দৃষ্টি বর্মন, নাহিয়ান রহমান, প্রত্যাশা তালুকদার, গায়ত্রী বর্মন ও ফারিহা হক।

সবশেষে আড্ডা এবং ধামাইলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সভাপতি দেব রায় সৌমেন বলেন, ‘এ রকম উৎসবমুখর আয়োজন বন্ধুদেরকে নতুন কাজে উৎসাহিত করবে। বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।’

বন্ধু ফয়সাল আহমেদ বলেন, ‘সারা বছরের ক্লান্তি ভুলিয়ে বন্ধুদের কাজের স্পৃহা বাড়াতে এ রকম আয়োজন সত্যিই প্রশংসনীয়।’

সাংস্কৃতিক সম্পাদক, সিলেট বন্ধুসভা