লোকজ উৎসবে নারায়ণগঞ্জ বন্ধুসভার মূকাভিনয় প্রদর্শন
মুখে কথা না বলেও শারীরিক অঙ্গভঙ্গি দিয়েও কত কিছু বলা যায়। সেটা কেবল মূকাভিনয় দিয়েই সম্ভব। বাইরের দেশে এটা জনপ্রিয় হলেও আমাদের দেশে প্রচারের অভাবে জনপ্রিয়তা কিছুটা কম। তবে নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুদের কল্যাণে জেলা শহরটিতে এর জনপ্রিয়তা ব্যাপক।
১২ ফেব্রুয়ারি সোনারগাঁওয়ে অনুষ্ঠিত লোকজ উৎসব ২০২৫-এ নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা ‘ভিজ্যুয়াল লাইফ’, ‘মব জাস্টিস সিধু চোর’ নামক দুটি মূকাভিনয় প্রদর্শন করেন। উপদেষ্টা উজ্জ্বল উচ্ছ্বাসের রচনা ও নির্দেশনায় মূকাভিনয়ে অংশ নেন সাধারণ সম্পাদক মৌন লাকি, সহসভাপতি জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আবদুল হান্নান, বন্ধু আবদুল কাশেম, আবদুল জব্বার ও পাপড়ি।
সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা