‘বন্ধুদের আরও সৃজনশীল হতে হবে’

বরিশাল বন্ধুসভার পিঠা উৎসবছবি: বন্ধুসভা

বরিশাল বন্ধুসভার ২০২৪ কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় বন্ধুদের উদ্দেশে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসিম উদ্দিন বলেছেন, বন্ধুদের আরও সৃজনশীল হতে হবে। শেখার উদ্দেশ্যে কাজ করতে হবে। যখন বন্ধুরা সৃজনশীলতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাবে, তখনই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সৃষ্টি হবে। সেই অভিজ্ঞতার মাধ্যমে একজন বন্ধু দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারবেন।

গত ৩ জানুয়ারি বিকেলে পরিচিতি সভা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পরিচয়পর্বের পর উপদেষ্টা ও নতুন বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি নাঈম ইসলাম।

পাটিসাপটা, ডাল বরা, পাক্কন পিঠা, জামাই পিঠা, চিতই পিঠা, কুয়ো পিঠাসহ বন্ধুদের নিজ হাতে বানানো বিভিন্ন ধরনের পিঠা সাজিয়ে রাখা হয়
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা অধ্যাপক শাহ সাজেদা বন্ধুদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো কাজ করছেন। আপনাদের ভেতর কাজ করার আগ্রহ আছে। এখন সবাই মিলে একসঙ্গে ভালো কাজের মধ্যে দিয়ে দেশ ও সমাজকে বদলে দিতে পারবেন। বিশ্বাস করি, আপনারা সেটা করে দেখাবেন।’ উপদেষ্টা সাজ্জাদ পারভেজ বলেন, ‘প্রকৃত বন্ধু তাঁকেই বলে, যে স্বার্থহীনভাবে অন্যের সেবা ও মঙ্গল কামনা করে। আপনারাই হচ্ছেন সেসব বন্ধু, যাঁরা নিজ ইচ্ছায় স্বার্থহীনভাবে সমাজের মানুষের সেবা করে যাচ্ছেন। আর প্রথম আলো আপনাদের সেই সুযোগ করে দিয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সবাই আরও ভালো ভালো কাজ করবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বন্ধুসভার উপদেষ্টা মো. ইমরান শেখ, দৈনিক মতবাদের ব্যবস্থাপনা সম্পাদক বিপ্লব রায়, বরিশাল বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইমা ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলামসহ অন্যান্য বন্ধুরা।

আলোচনা পর্ব শেষে শুরু হয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। পাটিসাপটা, ডাল বরা, পাক্কন পিঠা, জামাই পিঠা, চিতই পিঠা, কুয়ো পিঠাসহ বন্ধুদের নিজ হাতে বানানো বিভিন্ন ধরনের পিঠা সাজিয়ে রাখা হয়। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন বন্ধু মিজানুর রহমান।

সাংগঠনিক সম্পাদক, বরিশাল বন্ধুসভা