সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির প্রাণোচ্ছলতায় উচ্ছ্বসিত হয়ে ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত, প্রাণপ্রাচুর্যে ভরপুর বর্ষা ঋতুকে একগুচ্ছ কদম দিয়ে বরণ করে নিল সাতক্ষীরা বন্ধুসভা। ৩১ জুলাই প্রথম আলোর সাতক্ষীরা অফিসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় বর্ষা উৎসব।
বিকেল পাঁচটায় শুরু হয় উৎসব। বন্ধুরা একে অপরের সঙ্গে কদম ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে ছোট্ট বন্ধু রাজকন্যা। বাচিক শিল্পী আইনজীবী নুরুজ্জামান কবিতা আবৃত্তি করেন। একক সংগীত পরিবেশন করেন সীমা মণ্ডল। তাঁর কণ্ঠে শোভা পায় ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’ গানটি। আরও গান গেয়ে মুগ্ধ করেন সোমা রানী বৈদ্য, সবুজ তরফদার ও আজিজুল ইসলাম।
উৎসবে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সভাপতি কর্ণ বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, প্রীতি দাস, তামান্না পারভীন, প্রশান্ত কুমার পাল, তামিম বিল্লাহ, উত্তম মল্লিক, মো. পারভেজ, সুকান্ত দাস প্রমুখ। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক তারিক ইসলাম।
সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা