বাউয়েট বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদ

বাউয়েট বন্ধুসভার উদ্যোগে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণছবি: বন্ধুসভা

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাউয়েট বন্ধুসভা। ২৭ মার্চ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চতুর্থ শ্রেণির ৪৫ কর্মচারী ও ৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে এগুলো বিতরণ করা হয়।

শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমান। বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘প্রথম আলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা। তাদের সামাজিক সংগঠন প্রথম আলো বন্ধুসভা সরাসরি যুবসমাজকে সামাজিক নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম সম্পৃক্ত করে চলেছে, যা প্রশংসার দাবিদার। আমার খুবই ভালো লেগেছে যে সংগঠনটি নানা কাজের মাধ্যমে সমাজ বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এত বড় আয়োজন করেছে জেনে আমি আনন্দিত। আশা করি, বাউয়েট বন্ধুসভা আগামীতে এ ধরনের প্রয়াস অব্যাহত রাখবে।’

শিক্ষকদের সঙ্গে বাউয়েট বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বর্তমান বাজারব্যবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বন্ধুসভার এমন উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদ্যসামগ্রী নিতে আসা সবাই। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘এখন সবকিছুর যেই দাম, তাতে আমাদের মতো মানুষ বাজারে যাইব কেমনে। মামাদের দেওয়া এই উপহারে আমরা অনেক খুশি।’

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বাউয়েট বন্ধুসভার উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক ও অ্যাডমিন), বাউয়েট বন্ধুসভার বন্ধু ও অতিথিরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাউয়েট বন্ধুসভার সভাপতি নাফিস সাদনান, সাধারণ সম্পাদক সাদমান আহমেদ, সহসভাপতি সিনাতুন মুনিরা ও আরিকুজ্জামান। পরিচালনা করেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হৃদিতা রাজ্জাক।

সভাপতি, বাউয়েট বন্ধুসভা