মাতৃভাষা আমাদের অস্তিত্ব ও আত্মপরিচয়ের প্রতীক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে মিরপুর বন্ধুসভার উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতাছবি: আবিদ ও সাহিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে রাজধানীর মিরপুর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি মিরপুর-২ নম্বর এলাকার রূপনগর ঊষা শিক্ষা নিকেতনে এটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩০ শিশু অংশ নেয়। তাদের জন্য ছবি আঁকার সব উপকরণ সরবরাহ করেন বন্ধুসভার বন্ধুরা। প্রতিযোগিতা শেষে তিনজনকে বিজয়ী ঘোষণা ও তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আশরাফ রহমান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিরপুর বন্ধুসভা যে অনন্য আয়োজন করেছে, তার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আজকের এই দিন শুধু বাঙালির গৌরবের প্রতীকই নয়; বরং এটি বিশ্বব্যাপী ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলার অকুতোভয় তরুণেরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন, মাতৃভাষার অধিকার কেবল ভাষার প্রশ্ন নয়; বরং এটি আমাদের অস্তিত্ব ও আত্মপরিচয়ের প্রতীক। তাঁদের সেই আত্মত্যাগের ফলে আমরা আজ গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারি, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বুকে ধারণ করতে পারি। আসুন, আমরা শুদ্ধ বাংলা চর্চা করি, ভাষার প্রতি শ্রদ্ধাশীল হই এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে সচেতন করি।’

মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, ‘ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও গৌরবের এক অনন্য অধ্যায়। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিসত্তার পরিচায়ক। তাই আমাদের দায়িত্ব হলো মাতৃভাষার সঠিক চর্চা, সংরক্ষণ ও বিকাশ নিশ্চিত করা; যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর গৌরব বহন করতে পারে।’

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে মিরপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: আবিদ ও সাহিল

যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুদের মধ্যে ছড়া আবৃত্তি করে নাঈমুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও লামিয়া আক্তার। সমাপনী বক্তব্য দেন সভাপতি মুহাইমিনুর রহমান। আয়োজনে সমন্বয়ক হিসেবে ছিলেন সহসভাপতি আশিকুর রহমান ও দপ্তর সম্পাদক মাসুরা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ লিখন, সাংগঠনিক সম্পাদক অরুপ বড়ুয়া, অর্থ সম্পাদক আল হোসাইন আবিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নাসরিন আক্তার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জিনাত বিন তাজিয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সায়াফ হাসান, বইমেলা সম্পাদক কাইস বিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাকিবুজ জামান, বন্ধু সাহিল মন্তাজ, আবদুল্লাহ্ আলিম, পিয়াস, ওবায়দুল্লাহ্ সালাফি ও আবু সুফিয়ান।

সহসভাপতি, মিরপুর বন্ধুসভা