সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ বই নিয়ে পাঠচক্র

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ বই নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। ১৮ এপ্রিল বিকেলে আশেক মাহমুদ কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।

সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। কবিতা, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, শিশুসাহিত্যসহ সাহিত্যের প্রায় সব শাখায় ছিল তাঁর অবাধ বিচরণ। সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু চরিত্রটি সৃষ্টি করেছিলেন মূলত কিশোর পাঠকদের জন্য। তবে এর জনপ্রিয়তা সব বয়সের পাঠকের কাছে ছড়িয়ে পড়ে। কাকাবাবুর সঙ্গী হিসেবে প্রায় সব সময়ই থাকেন তার ভাইপো সন্তু। সন্তু সরল, সাহসী এবং কাকাবাবুকে রহস্য সমাধানে সাহায্য করে।

জামালপুর বন্ধুসভার পাঠচক্র

কাকাবাবু আর সন্তু এবার এসেছে হিমালয়ে। আপাতত তাদের ঠায় হয়েছে পাথরের পুরোনো এক গম্বুজের মধ্যে। খুব সম্ভবত কোনো এক সাহেব এভারেস্ট দেখার জন্য এই গম্বুজটি নির্মাণ করেন। কাকাবাবু কী উদ্দেশ্যে এসেছে, তা নিয়ে সন্তু সম্পূর্ণ ধোঁয়াশায়। সন্তুর ধারণা, কাকাবাবু ইয়েতি খুঁজতে এসেছেন। কারণ, কাকাবাবুর কাছে বড় একটা দাঁত আছে, সেটা নিশ্চয় ইয়েতির দাঁত।

কিছুদিন আগে শিপটন নামে একজন অভিযাত্রী এখানে এসে কালাপাহাড়ে একটি বিরাট আকারের মানুষ দেখেছে বলে তার ডায়রিতে লিখে রেখে গেছেন। বেসক্যাম্প থেকে একা হাঁটতে বেরিয়ে সে একদিন হঠাৎ গায়েব হয়ে যায়। এই সব কথাই কাকাবাবু সন্তুকে জানিয়েছেন। সন্তু এখন ভেবে পাচ্ছে না আসলে কাকাবাবু এইখানে কেন এসেছে। এভারেস্ট জয় করতে? ইয়েতি খুঁজতে? নাকি শিপটন না কিপটন নামের হারিয়ে যাওয়া লোকটাকে খুঁজে বের করতে?

সাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা