আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ নিয়ে পাঠচক্র

পাঠচক্রের আসর শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘কখনো আমার মাকে’ নিয়ে পাঠচক্রের আসর করেছে রংপুর বন্ধুসভা। ১ মে প্রথম আলোর রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

বইটি নিয়ে আলোচনা করেন বন্ধু আইভি আক্তার ও বন্ধু শাহরিয়ার আহম্মেদ। অন্য বন্ধুরাও একে একে বইটি নিয়ে আলোচনা করতে গিয়ে তাঁদের ছেলেবেলার স্মৃতিতে কিছু সময়ের জন্য হারিয়ে যান।

‘আমাদের ছোটমার কথা মনে হয়, বড়মার কথা মনে হয়’ লাইনটির উদ্ধৃতি টেনে আবেগাপ্লুত হয়ে ওঠেন বন্ধু জাহিদ আলম। আইভি আক্তার বলেন, ‘বইটি পড়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল! সেই শাপলাবিল, সবুজ মাঠ, ভরা জোছনা, ভাইবোনের হইহুল্লোড়। মুক্তিযুদ্ধ–পরবর্তী বীরাঙ্গনাদের সংগ্রাম, সৎভাবে চলা একজন সরকারি চাকরিজীবীর জীবন সত্যিই মুগ্ধতা ছড়িয়েছে।’

সভাপতি আরিফ হাসানের সঞ্চালনায় পাঠচক্রের আসরে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সৌমিত্র বর্মণ, সহসাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল হাসান, বন্ধু সাজিয়া ইসলাম, রেহানা পারভিন, আরঙ্গ জেবসহ অন্যান্য বন্ধুরা।

সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা