বিনম্র শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫২তম শাহাদাতবার্ষিকী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৪ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় জেলা শহরের সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় চত্বরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি পালিত হয়।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।
মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্ব গাথা নিয়ে কথা বলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের অনুপ্রেরণার উৎস। দেশকে স্বাধীনতার জন্য তাঁদের আত্মত্যাগ আমরা কখনো ভুলব না। দেশকে ভালোবাসতে হলে তাঁদের মতো আমাদেরও বুকের ভেতরে দেশপ্রেম লালিত করতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। তাঁদের স্মরণে রাখতে হবে। আমাদের গর্ব সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন এখানে আছেন। প্রথম আলো বন্ধুসভা প্রতিবছর তাঁর স্মরণে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে থাকে। তা অব্যাহত রাখতে হবে বন্ধুদের।’
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদ, সহসভাপতি আনিফ রুবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক আলী উজ্জামান নূর, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক প্রীতি ঠাকুর, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রজনী ভাস্কর, বইমেলা সম্পাদক নাহিদুল হক, কার্যনির্বাহী সদস্য সোনিয়া খাতুন, বন্ধু সংগীতা ঘোষ, চাঁদনি খাতুন, ইসরাত জাহান, দিগন্ত কুমার ঘোষ প্রমুখ।
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা